শেরপুরের জনপ্রিয় বিএনপি নেতা, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক পৌর চেয়ারম্যান আব্দুর রাজ্জাক আশীষের নামাজে জানাযা ১২ মার্চ রবিবার দুপুর আড়াইটায় শহরের গৌরীপুর এলাকার মৈত্রীবাড়ি মাঠে অনুষ্ঠিত হবে। মরহুমের আত্মীয়, বিএনপি নেতা প্রভাষক মামুনুর রশিদ পলাশ জানাযার সময় ও স্থানের ওই তথ্য নিশ্চিত করেন ।
উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকার বারডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপি নেতা আব্দুর রাজ্জাক আশীষ।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও শোক প্রকাশ করেছেন মহান জাতীয় সংসদের হুইপ, শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান আতিক। অন্যান্যের মধ্যে শোক প্রকাশ করেছেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাংসদ প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন, সংরক্ষিত সংসদ সদস্য এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সচিব ব্যারিস্টার এম হায়দার আলী, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, সাধারণ সম্পাদক মোঃ হযরত আলী, শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, নকলা উপজেলা চেয়ারম্যান মাহবুব আলী চৌধুরী, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান একেএম মোখলেসুর রহমান রিপন, শেরপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান মোহন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরুল ইসলাম হীরু, চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব মোঃ মাসুদ, তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আব্দুল ওয়াদুদ অদু, জেলা বাস-কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, সাধারণ সম্পাদক এমকে মুরাদুজ্জামান, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা প্রমুখ।