শেরপুরে বিএনপির ২ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছেন শহরের চাপাতলী এলাকার মফিল ওরফে কফিল ড্রাইভারের ছেলে মানিক মিয়া (৩০) ও সদর উপজেলার চরপক্ষীমারী দিকপাড়া গ্রামের দেলোয়ার হোসেন (৩২)।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম শেরপুর টাইমসকে জানান, বিশেষ ক্ষমতা আইন (১৯৭৪ সালের ১৫ এর ২ ধারায়) ওই দুজনকে গ্রেফতার করে আজ বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।