বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবীতে শেরপুর জেলা বিএনপির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নিউ মার্কেট মোড়ে দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেলের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা মানববন্ধনে অংশগ্রহণ করে।
মানববন্ধন চলাকালে পুলিশের বাধার মুখে অল্প সময় পরেই মানববন্ধনটি পন্ড হয়ে যায়। এসময় সংক্ষিপ্ত বক্তব্যে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বলেন, বাংলাদেশ এখন কার্যত অকার্যকর দেশ হিসেবে পরিণত হয়েছে। সাধারণ জনগণ নয়, প্রশাসনের রায়ে নির্বাচিত এ জালেম সরকার সাধারণ মানুষের কোন ন্যায্য অধিকার দিতে পারছেনা, অধিকার আদায়ে সোচ্চার হতে চাইলে সরকারি সন্ত্রাসী বাহিনী দিয়ে নির্যাতন চালিয়ে যাচ্ছে। হামলা মামলা দিয়ে মানুষকে কোনঠাসা করে রাখছে।
তিনি আরো বলেন, কিন্তু এভাবে জনগনকে বেশিদিন কোনঠাসা করে রাখা যাবে না। সকল বাধাকে উপেক্ষা করে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে অবৈধ এ সরকারের পতন ঘটাতে হবে। সেই সাথে আইনী লড়াইয়ের মাধ্যমে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনবো ইনশাআল্লাহ। মানববন্ধনে জেলা বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।