শেরপুরে বিএনপি’র বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে । আজ সকালে শহরের রঘুনাথ বাজারস্থ জেলা বিএনপি’র কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা বিএনপি’র শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দরা।
পরে বেলা ১২ টায় দলীয় কার্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল। এসময় জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. হযরত আলীসহ দলের বিভিন্ন স্তরের নেতৃস্থানীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
তবে আলোচনা সভা শুরু করার আগে জেলা বিএনপি’র নেতা-কর্মীদেরকে পুলিশ বাঁধা দেয় বলে অভিযোগ করছে একাধিক নেতাকর্মী তবে পরবির্তিতে অফিসের ভিতর সংক্ষিপ্ত ভাবে সভা করার জন্য বলা হয়। তাতে করে আলোচনা সভা সংক্ষিপ্ত করে মাত্র দুইজন বক্তার বক্তব্যের মাধ্যমে আলোচনা সভা শেষ হয় বলে নিশ্চিত করেছেন জেলা বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র।
তবে এব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম পুলিশের বাঁধা দেয়ার অভিযোগটি অস্বিকার করেছেন।