বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩ ডিসেম্বর রবিবার সকালে পুলিশের ব্যারিকেডের মধ্য দিয়ে শহরের রঘুনাথপুরস্থ দলীয় কার্যালয়ে জেলা বিএনপি’র আয়োজনে ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সাধারন সম্পাদক, শিল্পপতি আলহাজ্ব মোঃ হযরত আলীর সভাপতিত্বে ওই সমাবেশে বিএনপি নেতা এডভোকেট আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম, হাতেম আলী, এটিএম আমির হোসেন, এডভোকেট আব্দুল মজিদ বাদল, আব্দুল আউয়াল চৌধুরী, মামুনুর রশিদ পলাশ, এস.এম শহীদুল ইসলাম, এডভোকেট আব্দুল মান্নান, উজ্জল সরকার, আক্রামুজ্জামান রাহাত, আমিনুল ইসলাম শিপন, সাইফুল ইসলাম, এমদাদুল হক মাস্টার, আব্দুল লতিফ, শফিকুল ইসলাম মাসুদ, শফিকুল ইসলাম গোল্ডেন, সাইফুল ইসলাম মানিকসহ অনেকেই উপস্থিত ছিলেন।
তবে পুলিশের বাঁধার মুখে কেবল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হযরত আলী একাই বক্তব্য দিয়ে সমাবেশ শেষ করেন। ওইসময় তিনি বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোকে মিথ্যা ও হয়রানীমূলক বলে উল্লেখ করে সেগুলো প্রত্যাহারের দাবি জানান।
দলীয় প্রধানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশ সম্পর্কে শহর বিএনপির আহবায়ক এডভোকেট আব্দুল মান্নান জানান, মামলা ও গ্রেফতারী পরোয়ানা মধ্য দিয়ে সরকার বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে নির্বাচনে অযোগ্য ঘোষণার ষড়যন্ত্র করছে। এ উপলক্ষে আয়োজিত সমাবেশে দলীয় নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি হলেও পুলিশী বাঁধার মুখে তা সংক্ষিপ্ত করতে হয়েছে।