জেলা বিএনপির সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতিসহ দলের সকল পদ থেকে সরে দাঁড়ালেন দিদারুজ্জামান সিদ্দীকী।
৩১ অক্টোবর (রবিবার) সন্ধ্যায় জেলা বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর তার নিজ স্বাক্ষরিত একটি আবেদনে বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে দিদারুজ্জামান সিদ্দীকী বলেন, ব্যক্তিগত সমস্যার কারণে বর্তমানে আমি রাজনীতি করতে পারছি না। এ জন্যই আমি দলের সকল পদ-পদবী থেকে অব্যাহতি নিচ্ছি।এ বিষয়ে আমি দলের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর একটি আবেদন করেছি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী বলেন, গতকাল রাতে আমার বাসায় তার পদত্যাগপত্রটা পেয়েছি। কেন পদত্যাগ করলো, এটা এখনো জানা হয়নি। আমি সভাপতির সাথে বসে এ বিষয়ে সাংগঠনিক সিদ্ধান্ত নিবো।
জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হাসান রুবেল বলেন, আমি এখনো পদত্যাগ পত্র হাতে পাইনি। স্বেচ্ছাসেবক দলের বিষয়টা কেন্দ্রীয়ভাবে পরিচালিত হয়৷ যেহেতু উনি নিজে পদত্যাগপত্র জমা দিয়েছেন, সেহেতু বিষয়টি আমরা সাংগঠনিকভাবে দেখবো।