শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনে শেরপুর সদর ও নকলা থানায় দায়ের করা দুটি পৃথক মামলায় গ্রেপ্তার বিএনপির দুই নেতার দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. হুমায়ুন কবীর তালুকদার।
এই দুই নেতা হলেন জেলা বিএনপির সদস্য দেলোয়ার হোসেন ওরফে ক্রিসেন্ট ও নকলা উপজেলা বিএনপির সদস্য মো. আফজাল হোসেন ওরফে কোপা বাবু।
মামলার সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. হুমায়ুন কবীর তালুকদার গতকাল সোমবার এ রিমান্ড মঞ্জুর করেন। গত ২১ আগস্ট মঙ্গলবার সদর ও নকলা থানা পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
আদালত পুলিশ পরিদর্শক (সিআই) মো. আমিনুর রহমান তরফদার বিএনপির এই দুই নেতার রিমান্ড মঞ্জুরের সত্যতা নিশ্চিত করেছেন। তবে তাঁরা বর্তমানে জেলা কারাগারে আটক আছেন বলে তিনি জানান।