বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবীতে শেরপুর জেলা বিএনপির উদ্যোগে গণ অনশন কর্মসূচী পালিত হয়েছে। শনিবার (২০ নভেম্বর) দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত গণ অনশন কর্মসূচী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।
এতে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলী, সহ-সভাপতি অ্যাডভোকেট মো. আতাহার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল চৌধুরী, শফিকুল ইসলাম মাসুদ, অ্যাডভোকেট এমকে. মুরাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ পলাশ, আক্রামুজ্জামান রাহাত, আবু রায়হান রূপন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আব্দুল্লাহেল ওয়াসী খান জনি, পরিবেশ বিষয়ক সম্পাদক হাসানুর রহমান জিয়া, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান আতা, জেলা ছাত্রদল সভাপতি মো. শওকত হোসেন প্রমুখ। শেরপুর জেলা, সদর ও শহর বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত গণ অনশন কর্মসূচীতে উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মো. মাহমুদুল হক রুবেল বলেন, দলীয় কার্যালয়েও দলের চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবীতে শান্তিপূর্ণ, সুশৃংখল, নিয়মতান্ত্রিক গণ অনশন কর্মসূচী পালনে স্বৈরাচারী ভোট ডাকাতির রাতের সরকার প্রতিবন্ধকতা সৃষ্টি করতে একটি সাউন্ডবক্স পর্যন্ত ব্যবহার করতে দেয়না। তাহলে এ সরকারের কিসে এত ভয়। তিনি কোন ধরণের দুর্ঘটনা ঘটার আগেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার সুযোগ করে দিতে সরকারের প্রতি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, নচেত দুর্ঘটনার জন্য নির্মম জবাব দেবে দেশের জনগণ। আর এর দায়ভার সম্পূর্ণ এ অবৈধ সরকারের।
সাধারণ সম্পাদক মো. হযরত আলী বলেন, ভোটার বিহীন অবৈধ এ সরকার শহীদ জিয়াউর রহমানের পরিবারকে ধ্বংস করতে সবসময় কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসাবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দিতে গভীর ষড়যন্ত্রে মেতেছে এই খুনী সরকার। তিনি আরো বলেন, খেয়ে না খেয়ে, মামলা হামলা সহ্য করে বিএনপির নেতাকর্মীরা এখনও দলের প্রতি আস্থা রেখে দলের নিবেদিত কর্মী হিসাবে কাজ করে যাচ্ছে। কোথাও কোন নেতাকর্মী দল ছেড়ে আওয়ামী লীগে যোগ দেয়নি। এবার আমরা আন্দোলন সংগ্রাম ছাড়া কারাগারে যেতে চাইনা।
তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত ও উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠানো এবং দেশনায়ক তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনতে ও গণতন্ত্রকে মুক্ত করার আন্দোলনে প্রয়োজনে সবাইকে কারাগারে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।