বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে শেরপুরে গণঅনশন কর্মসূচি পালিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২০ নভেম্বর শনিবার সকালে শহরের রঘুনাথবাজারস্থ জেলা বিএনপি’র কার্যালয়ে ওই অনশন কর্মসূচি পালিত হয়।
জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে গণঅনশনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী, বিএনপি নেতা আব্দুল আউয়াল চৌধুরী, হাতেম আলী, প্রভাষক মামুনুর রশিদ পলাশ, এ্যাডভোকেট ছামিউল ইসলাম আতাহার, এ্যাডভোকেট এম কে মুরাদুজ্জামান, আবু রায়হান রূপম, হাসানুর রেজা জিয়াসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
গণঅনশনে অবিলম্বে খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানানো হয়।