পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নাড়ীর টানে বাড়ী ফেরা মানুষদের কাছ থেকে শেরপুরের কোন বাসে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে না বলে জানিয়েছেন শেরপুর জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির সভাপতি ছানুয়ার হোসেন ছানু। আজ দুপুরে শেরপুর টাইমসকে মুঠোফোনে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। ঈদে ঘরমুখো মানুষদের অতিরিক্ত যাত্রী হয়ে বাসে না উঠতেও তিনি আহবান জানিয়েছেন।
ছানুয়ার হোসেন ছানু বলেন, ঈদে যাত্রী সেবার মান বাড়াতে আমরা বদ্ধ পরিকর। কোন বাসে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করলে শেরপুর জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে অভিযোগ জানানোর পরামর্শও দিয়েছেন তিনি।
ঢাকা থেকে কোন বাসে করে যাতে ডেঙ্গুর এডিস মশা ছড়াতে না পারে, এজন্য শেরপুর জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির পক্ষ থেকে প্রতিটি বাসে মশা নিরোধক এ্যারোসোল বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।
সম্প্রতি শেরপুরের জেলা প্রশাসক আনারকলি মাহবুব ঈদে ঘরমুখো যাত্রীদের সাথে সোনার বাংলা বাস কাউন্টারে গিয়ে কথা বলেন। এসময় বাড়তি ভাড়ার নামে যাতে হয়রানির শিকার না হয় এব্যপারে সংশ্লিষ্টদের আহবান জানিয়েছেন।