শেরপুরে বাল্যবিয়ে বন্ধে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খন্দকার খালিদ বিন নূর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার মোবারক হোসেন, এডভোকেট রেদওয়ানুল হক আবীর প্রমুখ।
কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার কাজী সমিতির প্রতিনিধি, পুরোহিত প্রতিনিধিগণ বাল্যবিবাহ প্রতিরোধে তাদের ভূমিকার ব্যপারে আলোচনা করেন।
এসময় জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, এনজিও প্রতিনিধিসহ সাংবাদিক, বিভিন্ন ইউনিয়নের কাজী, পুরোহিত ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।