শেরপুরে প্রায় পাচঁহাজার শিক্ষার্থীকে সাথে নিয়ে বাল্যবিয়েকে লালকার্ড প্রদর্শন করে শপথ শেষে বাল্যবিয়ে প্রতিরোধ করার ঘোষনা দিয়েছে জনউদ্যোগ নামের একটি সেচ্ছাসেবী প্রতিষ্ঠান । আজ দুপর ১২ টায় জেলার সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের নিজামউদ্দিন আহাম্মদ কলেজ প্রাঙ্গনে এ ব্যতিক্রম কর্মসূচি পালিত হয়।
পাকুরিয়া ইউনিয়ন পরিষদ ও জনউদ্যোগের যৌথ আয়োজনে ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্জ হায়দার আলীর সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে জেলা প্রশাসক ড.মল্লিক আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাগত শিক্ষার্থী,অভিবাবক,শিক্ষক সহ অন্যান্যদের এ শপথ পাঠ করান ।
এসময় অন্যন্যের মধ্যে পুলিশ সুপার রফিকুল হাসান গণি , সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম , জেলা পরিষদ সদস্য কফিল উদ্দিন , নিজামউদ্দিন কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম ,জনউদ্যোগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব সাংবাদিক হাকিম বাবুল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মেরাজ উদ্দিন ,স্থানীয় চেয়ারম্যান আলহাজ্জ হায়দার আলী, সাবেক চেয়াম্যান আবুল কালাম আজাদসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা, শুধু আইন দিয়ে নয়, জনসচেতনেতা বৃদ্ধি করে বাল্য বিয়েকে প্রতিহত করার উপর জোর তাগিদ দেন। সভায় স্থানীয় চেয়ারম্যান বাল্য নিয়ে সংক্রান্ত খবর দিলে খবর দাতাকে পাচঁশত টাকা পুরুষ্কার দেওয়ার ঘোষনা দেন এবং যদি বাল্যবিয়ের শিকার ভিকটিম নিজে খবর দেন তবে তার লেখাপড়ার যাবতিয় খরচ ব্যাক্তিগত ভাবে বহন করারও ঘোষনা দেন