
পুলিশ জানায়, দুপুরে ময়না তদন্তের সময় আঙুলের ছাপ থেকে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। ওই নারীর নাম নুরেজা বেগম (৪০)।
এদিকে শনিবার সকাল ৭টার দিকে শেরপুর সদরের কামারিয়া ইউনিয়নের কৃষক ফরমান আলী তার ক্ষেতে ইরি-বোরো চারা রোপন করতে গিয়ে একটি রক্তমাখা বস্তা তার ক্ষেতের পাশে পরে থাকতে দেখে। পরে শেরপুর সদর থানায় খবর দিলে পুলিশ বস্তা থেকে অজ্ঞাত ওই নারীর মরদেহ উদ্ধার করে।
পুলিশ আরও জানায়, ধারণা করা হচ্ছে শুক্রবার রাতের কোন এক সময় ওই নারীকে অন্য কোথায় হত্যা করে মরদেহটি বস্তায় ভরে এখানে ফেলে রেখে যায় দূর্বৃত্তরা। চল্লিশোর্ধ ওই নারীকে মাথায় কুপিয়ে এবং ঘাড় মটকিয়ে হত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ।