শেরপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবাষির্কী পলিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে দিনের কর্মসূচির অংশ হিসেবে প্রথমেই জেলা কালেক্টরেট চত্তরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শুরু হয় বর্ণাঢ্য র্যালি। জেলা প্রশাসক আনারকলি মাহবুরের নেতৃত্বে র্যালিটি জেলা কালেক্টরেট চত্তর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ন স্থান প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসক কার্যালয়ের তুলশিমালা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মশিহুর রহমান সোহেলের সঞ্চলনায় ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা রানী দে এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম (উপসচিব)।
এসময় বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আমিনুল ইসলাম, সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা.মোবারক হোসেন, বিটিভির জেলা প্রতিনিধি দেবাষীশ ভট্রাচার্য, বেসরকারী মাদকাশক্তি নিরাময় কেন্দ্র সজনের চেয়ারম্যান মেহের খান অপু প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা,খুচরা সিগারেট বন্ধের দাবী তুলে বলেন স্কুল পড়ুয়া অনেক শিক্ষার্থীকেই আজকাল ধুমপান করতে দেখা যাচ্ছে। যা সম্পূর্ন নিষিদ্ধ। প্রাপ্ত বয়স্করা শর্তসাপেক্ষে ধুমপান করতে পারেন যদিও তা স্বাস্থ্য ও পরিবেশের জন্য ব্যাপক ক্ষতিকর । এসময় উপস্থিত গণমাধ্যমকর্মীরা প্রকাশ্যে বিজ্ঞাপন দিয়ে তামাকজাত দ্রব্য বিক্রি হচ্ছে এমন প্রমান দেখালে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করা হয় এবং সামনের দিনগুলোতে গণমাধ্যমকর্মীদের সাথে সমন্নয় করে মাদকবিরোধী অভিযান পরিচালনা করার উপর জোর তাগিদ প্রদান করা হয়।