শেরপুরে এসএ টিভির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জানুয়ারী শুক্রবার শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন।
প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি জিএম আফছার বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার রফিকুল হাসান গনি (অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) , সাবেক জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরুল ইসলাম হীরু, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সাবেক সাধারণ সম্পাদক কাকন রেজা, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মেরাজ উদ্দিন ও নাগরিক সংগঠন জনউদ্যোগের আহবায়ক আবুল কালাম আজাদ ।
এসএ টিভির শেরপুর জেলা প্রতিনিধি মহিউদ্দিন সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি হাকিম বাবুল, প্রথম আলোর জেলা প্রতিনিধি দেবাশীষ শাহা রায়, বাংলাভিশনের জেলা প্রতিনিধি এমএ হাকাম হিরা, জেলা উদীচির সাবেক সাধারন সম্পাদক আবু হান্নান ও ক্যাবল অপারেটর বিডিএন এর প্রতিনিধি মেহেদী হাসান হালিম প্রমূখ।
পরে এস এ টিভির জেলা প্রতিনিধি মহিউদ্দিন সোহেল অতিথিসহ উপস্থিত সকলকে নিয়ে এসএ টিভির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। ওইসময় জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের দায়িত্বশীল ব্যাক্তিবর্গ ও ক্যাবল অপারেটর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।