শেরপুরে বলাইরচরের দশানী নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ২১ ঘন্টা পর এক কলেজে ছাত্রের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
২৬ আগস্ট শনিবার দুপুর ১২ টার দিকে ঘটনাস্থলের আধা কিলোমিটার দূরে চকসাহাব্দি ফকিরগঞ্জ এলাকা থেকে একটি গাছের পানিতে নিমজ্জিত শেকড়ে আটক অবস্থার লাশটি উদ্ধার করা হয়। নিহত হাসু মিয়া (১৯) ওই এলাকার বুরুজ আলীর ছেলে। সে লছমনপুর জমসেদ আলী মেমোরিয়াল কলেজে দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিল।
সদর থানার ওসি মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার বিকেল তিনটার দিকে চার বন্ধুর সাথে বন্যার পানিতে টইটুম্বুর দশানী নদীতে গোসল করতে যায়। এসময় পানির ঘূর্ণিপাকে পড়ে অন্য তিন বন্ধু সাঁতরে তীরে উঠলেও কলেজ ছাত্র হাসু মিয়া পানিতে ডুবে নিখোঁজ হয়েছিলো।