শেরপুরে বন্যার পানিতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক কিশোর নিহত হয়েছে। সদর উপজেলার কামারের চর ইউনিয়নের কামারেরচর বাজার সংলগ্ন শুক্রামাদি বিলে বন্যার পানির পাকে পড়ে ১৬ আগস্ট বুধবার বিকেলে শিশুটি নিহত হয়। হানিফ উদ্দিন (১৫) জামালপুর সদরের সাহাবাজপুর ইউনিয়নের গনেশপুর গ্রামের দুলাল উদ্দিনের ছেলে। সে সাহাব্দির চর মধ্যপাড়া মাদ্রাসায় থেকে কোরানে হেফজ পড়তো।
কামারেরচর ইউনিয়নের ইউপি সচিব মো. হযরত আলী বলেন, দুইজন সহপাঠির সাথে হাফেজ হানিফ উদ্দিন বিকেল ৪টার দিকে বন্যার পানিতে গোসল করতে গেলে পানির প্রচন্ড পাকে সে ডুবে যায়। ঘটনার দুই ঘন্টা পর তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা লাশ উদ্ধার করে।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।