শেরপুরে বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ করেছেন সদর উপজেলা চেয়ারম্যান ছানোয়ার হোসেন ছানু । আজ শনিবার সকাল থেকে সদর উপজেলার কামারেরচর, চরমোচারিয়া ও চরপক্ষিমারী ইউনিয়নের বন্যা দূর্গত এলাকা পরিদর্শন করে এ ত্রান বিতরণ করেন তিনি।
সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা পরিষদের সহায়তায় এই ৩ ইউনিয়নের বন্যা প্লাবিত এলাকায় এক হাজার পরিবারের মধ্যে চিড়া,মুড়ি,গুড়,হ্যালোজিন ট্যাবলেট, মেট্রোনিডাজল ট্যাবলেট,দিয়াশালাই ও মোম বাতি বিতরণ করা হয়।
এসময় সদর অন্যান্যের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান বায়েজিদ হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, সদর পিআইও মো: আজিজুর রহমান ,চরশেরপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন সুরুজ, চরপক্ষিমারী ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, ছাত্রলীগ নেতা নাজমুল ইসলাম সম্রাটসহ প্রমুখ।