শেরপুরের নকলায় বন্যপ্রাণী তক্ষক শিকার ও কেনাবেচার সঙ্গে জড়িত অভিযোগে লোকমান হাসান (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১৪। এ সময় চারটি তক্ষক উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে লোকমান হাসানকে আদালতে সোর্পদ করেছে নকলা থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নকলার থানার ওসি মো. মুশফিকুর রহমান।
এর আগে সোমবার (২৩ আগস্ট) সন্ধ্যায় নকলা উপজেলার ধনাকুশা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব। লোকমান হাসান স্থানীয় মো. মমতাজ উদ্দিনের ছেলে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে নকলা উপজেলার ধনাকুশা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পাচারের উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখা চারটি গ্রেফতার করা হয়। জীবিত তক্ষকসহ লোকমান হাসানকে করা হয়।
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, গ্রেফতারকৃত লোকমান হাসান প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সে দীর্ঘদিন যাবৎ শেরপুরের বিভিন্ন স্থানে তক্ষক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।