শেরপুরে বন্ধু পরিষদের পক্ষ থেকে বিশেষ চাহিদাসম্পন্নদের মাঝে হুইল চেয়ার ও অসহায়দের বস্ত্র বিতরণ করা হয়েছে।
সদর উপজেলার সাপমারী স্কুল মাঠে ৬ মে শুক্রবার বিকেল ৫ টায় বন্ধু পরিষদের ঈদ পূণর্মিলনী ও ৮ম বর্ষপূর্তি অনুষ্ঠানে এসব বিতরণ করা হয়।
ঈদ পূণর্মিলনীতে বন্ধু পরিষদের হুইল চেয়ার ও বস্ত্র বিতরণ এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়্যারম্যান মো. রফিকুল ইসলাম, প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং ভাতশালা ইউপি চেয়্যারম্যান নাজমুন নাহার।
এ অনুষ্ঠানে মো. পাভেল মিয়া সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ পরিদর্শক (ডিবি) মো. আবুল কালাম আজাদ, সাপমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল হক আকন্দ, ব্যবসায়ী ছোবাহান আলী, ঈদ পূণর্মিলনী বন্ধু পরিষদের মো. কমল (নানা), বিশিষ্ঠ ব্যবসায়ী মো. আব্দুল রেজ্জাক সেলিম, উপদেষ্টা মন্ডলীর মো. কামাল উদ্দিন, পরিচালক মন্ডলীর মো. খলিলুর রহমান খলিল, মো. চাঁন মিয়া, মো. বিল্লাল হোসেন সরকার, মো. মোস্তফা কামাল হীরা, মো. মোস্তাফিজুর রহমান লিটন।
সংগঠনের সাধারণ সম্পাদক আবুল বাশার সঞ্চালনায় এ অনুষ্ঠান পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রফিকুল বলেন, সমাজের অসহায় ও পঙ্গুরা আমাদের বোঝা নয়। বরং এ ধরনের উদ্যোগে সমাজের বিশেষ এই মানুষগুলোর স্বাবলম্বী করতে সাহায্য করবে। এছাড়া তিনি ঈদ পূণর্মিলনী বন্ধু পরিষদ এর এ ধরনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।