
শেরপুরে খালে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আব্দুল মুন্নাফ নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে সদরের চরমোচারিয়া ইউনিয়নের নলবাইদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুন্নাফ ওই গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে।
পুলিশ জানায়, আব্দুল মুন্নাফ বাড়ির পাশে একটি খালে জাল দিয়ে মাছ ধরছিল। এসময় বৃষ্টি শুরু হলে হঠাৎ আকর্ষিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।