শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সুরিহারা গ্রামে ৩ আগষ্ট সন্ধ্যে ৬টার দিকে বজ্রপাতে শহিদুল ইসলাম (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। সে ওই গ্রামের মজনু মিয়ার ছেলে।
এ ঘটনায় শফিকুল ইসলাম (২২) নামে আরেক যুবক আহত হয়েছেন। বর্তমানে সে শেরপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে মুষলধারে বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। এসময় শহিদুল ও শফিকুল তেতুলতলা বাজার থেকে বাড়ীতে ফিরছিল। স্থানীয় পাগলার মুখ বাজারের কাছে স্থানীয় এক মৎস খামারের কাছে এলে প্রচন্ড শব্দে তাদের ওপর বজ্রপাত হয়। দু’জনেই বজ্রপাতের আঘাতে দগ্ধ হয়ে জ্ঞান হারায়।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক শহিদুলকে মৃত ঘোষনা করেন।
জেলা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ড. রাহাত ও ঝিনাইগাতী থানার ওসি বিপ্লব বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।