শেরপুরে বজ্রপাতে সুজেদা বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ মে) বিকেলে সদর উপজেলার হরিণধরা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
সুত্রে জানা গেছে, বিকেল সাড়ে পাঁচটার দিকে বৃষ্টির সাথে বজ্রপাত হচ্ছিল। এসময় হরিণধরা পূর্বপাড়া গ্রামের হান্নান মিয়ার স্ত্রী সুজেদা বেগম বাড়ির সামনে গৃহস্থালীর কাজ করছিল। কাজ করা অবস্থায় বজ্রপাত ঘটলে সুজেদা বেগম ঘটনাস্থলেই মারা যায়।
এ বিষয়ে শেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হচ্ছে।