শেরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনূর্ধ-১৭) সদর উপজেলার বেতমারী ঘুঘুরাকান্দি ইউনিয়ন একাদশ ২-১ গোলে চরমোচারিয়া ইউনিয়ন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে চূড়ান্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মো. ছানুয়ার হোসেন। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার। সদর উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় উপজেলা প্রশাসন এ টুর্নামেন্টের আয়োজন করে।
নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে সদর উপজেলার ১৪ ইউনিয়নের ১৪টি দল অংশ গ্রহণ করে। খেলাশেষে প্রধান অতিথি ছানুয়ার হোসেন চ্যাম্পিয়ান ও রানার আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।