শেরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ ১৭) উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে শেরপুর সদর উপজেলার কামারেরচর হাইস্কুল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ ফিরোজ আল মামুন। উপজেলা প্রশাসন এ টুর্নামেন্টের আয়োজন করেছে। জেলা ক্রীড়া সংস্থা এতে সহযোগিতা করছে। উদ্বোধনী অনুষ্ঠানে সদরের সহকারী কমিশনার (ভূমি) ফারুক আল মাসুদ, কামারেরচর, চরমোচারিয়া, বাজিতখিলা ও চরশেরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যথাক্রমে আলহাজ্ব মো. হাবিবুর রহমান হাবিব, আলহাজ্ব মো. হায়দার আলী, মো. খোরশেদুজ্জামান, মো. আমির আলী সরকার ও মো. আনোয়ার হোসেন সুরুজ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. নাজিমুল হক, অতিরিক্ত সাধারণ সম্পাদক ও শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশন সভাপতি মানিক দত্ত,সহ স্থানীয় সুধিজনেরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে দুটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় কামারেরচর ইউনিয়ন ১-০ গোলে চরমোচারিয়া ইউনিয়নকে এবং দ্বিতীয় খেলায় চরশেরপুর ইউনিয়ন ২-০ গোলে বাজিতখিলা ইউনিয়নকে পরাজিত করে। বিপুলসংখ্যক দর্শক উদ্বোধনী খেলা দুটি উপভোগ করেন। নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে উপজেলার একটি পৌরসভাসহ ১৪টি ইউনিয়নের দল অংশ গ্রহণ করছে। এ টুর্নামেন্ট থেকে যোগ্য ও উদীয়মান ফুটবল খেলোয়াড়দের বাছাই করা হবে।