শেরপুরে ৪ দিন ব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলার উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে ডিসি চত্বরের বিজয় মঞ্চে জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদের সভাপতিত্বে আলোচনাসভা শেষে এ মেলা উদ্বোধন করেন শেরপুর সদর আসনের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান আতিক।
মেলায় জেলার একমাত্র অনলাইন বুকশপ প্রিয় পুস্তক ডটকম সহ জেলার বিভিন্ন বইয়ের দোকান, সাহিত্য সংগঠন ও বেসরকারী পাঠাগারের ১০ টি স্টল প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত খোলা থাকবে।
এতে আগামী ২ জানুয়ারী পর্যন্ত বই প্রদর্শন ও বিক্রি হবে বলে আয়োজকরা জানায়।