শেরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ” শীর্ষক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার (১১ জানুয়ারী) সকালে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ আনন্দ শোভাযায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। পরে শোভাযাত্রাটি পৌর পার্ক মাঠে গিয়ে শেষ হয় এবং সেখানে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ উপজেলার বিভিন্ন স্তরের জন প্রতিনিধি ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে বিকেলে পৌর পার্ক মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনষ্ঠানের আয়োজন করা হয়।