শেরপুরে সহপাঠি কলেজ ছাত্রীর ছবিকে বিশেষ কায়দায় পর্নোগ্রাফি হিসেবে ফেসবুকে ছড়ানোর হুমকি দেওয়ার অভিযোগে বিজয় চন্দ্র সূত্রধর (১৯) নামে এক কলেজ ছাত্রকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। ১৮ আগস্ট শনিবার সকালে পৌর শহরের পূর্বশেরী এলাকায় তার বাসা থেকে তাকে আটক করা হয়। আটককৃত বিজয় ওই এলাকার বিনয় চন্দ্র সূত্রধরের ছেলে। সে শেরপুর সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
জানা যায়, বিজয় তার এক সহপাঠিকে ফেসবুকে হুমকি দেয়। ওই ছাত্রী তার কথা না শুনলে ছবিকে পর্নোগ্রাফিতে পরিণত করে ফেসবুকে ছেড়ে দেওয়া হবে। এমন হুমকির প্রেক্ষিতে ওই ছাত্রীর বাবার দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে আটক করা হয়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, আটককৃত বিজয়ের বিরুদ্ধে সদর থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।