শেরপুর শহরের খোয়ারপাড় শাপলাচত্ত্বর মোড়ে ফিল্মী স্টাইলে ৫ ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করেছে একদল সন্ত্রাসী। এ ঘটনায় ৪ জন আহত হয়েছে। ১ ডিসেম্বর রবিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হচ্ছে রতন মিয়া (১৮), আজিজ মিয়া (২৫), রাকিব (১৮) ও ইউনুস (১৪)।
স্থানীয়রা জানায়, তুচ্ছ ঘটনার জের ধরে রবিবার রাতে শহরের দিঘারপাড় এলাকার অন্তত: ৩০/৪০ জনের একদল সন্ত্রাসী ধারালো রামদা,লাঠিসোটা নিয়ে খোয়ারপাড় শাপলা চত্ত্বর মোড়ে অতর্কিত হামলা চালায়। ওইসময় হোটেল আবির-নিবির, জামিল স্টোর, একটি ফলের দোকানসহ অন্তত: ৫টি দোকান ভাংচুর করে সন্ত্রাসীরা। হামলায় হোটেল আবির-নিবিরের ৪ কর্মচারী আহত হয়। হামলার সময় সন্ত্রাসীরা দোকানের ক্যাশবাক্স থেকে প্রায় ৯ লক্ষ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন দোকান মালিক মানিক মিয়া।
পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান পরিচালনা করছেন। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবীতে তাৎক্ষনিক স্থানীয় ব্যবসায়ীরা প্রতিবাদ সমাবেশ করে।
এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ওই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। সেইসাথে চলছে ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান।