শেরপুরে ফাইট ফর চিলড্রেনস রাইটস (এফএফসিআর) এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়েছে।
মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে শহরের মডেল গার্লস কলেজ হল রুমে এ প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচন সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাসরিন বেগম।
এফএফসিআর এর সভাপতি ফারাবি জাবিন সায়রি সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মডেল গার্লস কলেজের অধ্যক্ষ তপন সারোয়ার, পুলিশ লাইন্স একাডেমী ফর ক্রিয়েটিভ এডুকেশন এর অধ্যক্ষ আবুল কালাম আজাদ, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি সিনিয়র সাংবাদিক ও কবি রফিক মজিদ, মডেল গার্লস স্কুলের সহকারী শিক্ষিকা আকলিমা আক্তার ও এফএফসিআর এর উপদেষ্টা অন্তু সাহা। আলোচনা সভা শেষে অতিথিদের নিয়ে এফএফসিআর এর সকল সদস্য প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।