শেরপুরের ট্রাক পরিবহন শ্রমিকদের প্রাণ পুরুষ জেলা ট্রাক মিনিট্রাক ড্রামট্রাক ট্যাংকলড়ি ও কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং ৩২৭৭) সাবেক সভাপতি প্রয়াত শ্রমিকনেতা সেলিম রেজার ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় শেরপুর পৌর অডিটরিয়ামে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ঝিনাইগাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং শেরপুর জেলা ট্রাক ট্যাংকলড়ি ও কভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ এএসএম আবদুল্লাহেল ওয়ারেজ নাঈম, প্রিয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন নালিতাবাড়ি উপজেলা চেয়ারম্যান মোখলেছুর রহমান লেবু।
স্মরণ সভায় স্বাগত বক্তব্যে জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক ও শেরপুর জেলা ট্রাক মিনিট্রাক ড্রামট্রাক ট্যাংকলড়ি ও কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রমিকনেতা আরিফ রেজা কার্যকরী পরিষদের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রতি বছর আপনারা আমার বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে থাকেন। এর জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। প্রয়াত পিতা সেলিম রেজার স্মৃতি চারণ করতে গিয়ে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন।
আরিফ রেজা বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে সবাইকে একসাথে কাজ করতে হবে। তিনি আরও বলেন, আসন্ন পৌরসভা নির্বাচনে আমি সাধারণ মানুষ ও মেহনতী শ্রমিক সমাজের প্রার্থী হয়ে মেয়র পদে নির্বাচন করতে চাই। আপনারা আমার জন্য দোওয়া করবেন। এসময় উপস্থিত শ্রমিকদের মধ্য থেকে আরিফ রেজার সমর্থনে শ্লোগান দেওয়া হয়।
সংগঠনের কার্যকরী সভাপতি শ্রমিকনেতা ফারুক আহমেদের সঞ্চালনায় স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রহমান এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ট্রাক মিনিট্রাক ড্রামট্রাক ট্যাংকলড়ি ও কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলী।
সভায় জেলা, উপজেলা ও বিভিন্ন উপ-কমিটির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। স্মরণ সভায় শ্রমিক ইউনিয়নের মৃত চালক পরিবারের সদস্যদের হাতে নগদ ৩০ হাজার টাকা ও মৃত চালক সহকারি পরিবারের সদস্যদের নগদ ২০ হাজার টাকা করে এবং পরিচয়পত্র নবায়ন না করা মৃত শ্রমিক পরিবারের সদস্যদের ৫ হাজার টাকাসহ ১৩টি পরিবারের মাঝে ২লাখ ১৬ হাজার ৫শ’ টাকা প্রদান করা হয়। এছাড়াও প্রয়াত শ্রমিকনেতা সেলিম রেজা কল্যাণ তহবিল থেকে প্রত্যেক পরিবারকে ১বস্তা করে চাউল ও ১টি করে শাড়ি বিতরণ করা হয়।