লকডাউন পরিস্থিতিতে শেরপুরের মানুষের বিপদে পাশে দাড়িয়েছে সরকারী-বেসরকারী বিভিন্ন ব্যাক্তি গোষ্ঠী। কিন্তু এবার এ পরিস্থিতিতে প্রায় অনাহারে থাকা রাস্তার কুকুর, বিড়ালদের খাওয়ানোর ব্যবস্থা করলো তপু চক্রবর্তী, দীপ দাস,নাজমুল হক,সৌরভ সাহা,মানিক সাহা সহ কয়েক তরুণ।
মূলত, এইসব প্রাণীরা বিভিন্ন বাজার, রেস্টুরেন্ট, দোকান ও হোটেলগুলির উচ্ছিষ্ট খাবার খেয়েই বেঁচে থাকে। কিন্তু লকডাউনের জেরে এখন প্রায় সব বন্ধ। তাই রাস্তার কুকুর ও বিড়ালরা খাবার না পেয়ে এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে।
তাই মুরগীর মাংশ, ছোলা দিয়ে ভুনা খিচুড়ি করে ব্যক্তি উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে কুকুর বিড়ালদের মুখে খাবার তুলে দিয়ে আবারো প্রমান করলো স্বামী বিবেকানন্দের সেই অমর বাণী ‘জীবে প্রেম করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর ‘ আজও বহমান মানুষের অন্তরে। জীবের সেবার মাধ্যমেই স্রষ্টার সেবা হয়।
উদ্যোক্তারা শেরপুর টাইমসকে জানালেন , এই লকডাউন পরিস্থিতিতে পথ কুকুর ও বিড়ালরা যাতে অভুক্ত না থাকে সে বিষয়টিও আমরা নজরে রেখেছি। এখন যেহেতু রাস্তার হোটেল, রেস্তোরা সব বন্ধ তাই এদের খাবারের সমস্যা হচ্ছে। তাই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা । আশা করি অন্যান্যরাও এগিয়ে আসবেন ।