শেরপুরে জেলা সমাজসেবা কার্যালয় থেকে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দীর্ঘমেয়াদী প্রশক্ষিনের অনুদান বিতরন করা হয়েছে।
আজ শুক্রবার বেলা ১১ টায় উপজেলা হলরুমে ৪৮ জন বিভিন্ন পেশার প্রশিক্ষনের বিভিন্ন ভাতা বাবদ এ অনুদান প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে শেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুদানের চেক বিতরন করেন শেরপুর-১ আসনের সংসদ ও জাতীয় সংসদের হুইপ মোঃ আতিউর রহমান আতিক।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলতাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান প্রমুখ।
অনুষ্ঠানে প্রান্তিক জনগোষ্ঠির বিভিন্ন পেশার ৪৮ জন প্রশিক্ষানার্থীর মধ্যে ৯ লক্ষ ৬৩ হাজার ২ শত টাকা প্রদান করা হয়।