মুজিববর্ষের অঙ্গীকার বাস্তবায়নে শতভাগ সাবলীল পাঠক শিক্ষার্থী গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়েছেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জনাব মো. আকরাম আল হোসেন। শেরপুর পিটিআইতে মঙ্গলবার রাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ আহবান জানান তিনি।
এসময় সচিব বলেন, বিদ্যালয়গুলোতে আরো সক্রিয় হতে, শিক্ষকদের ঠিকমতো মোটিভেশনই দিতে হবে। প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে, গুণগত শিক্ষক গড়ে তুলতে পিটিআইতে ডিপিএড প্রশিক্ষণের গুরুত্বতারোপ করেন সচিব। পাশাপাশি তিনি শিক্ষকদের শৃংখলা শেখাতে এই ধরনের প্রশিক্ষণে আরো কঠোর হওয়ার নির্দেশ দেন।
এছাড়াও শেরপুর পিটিআইতে জনবল সংকট নিরসনে আন্ত:বদলী করার আশ্বাস দেন তিনি। পরে শেরপুর পিটিআইতে ডিপিএড প্রশিক্ষণরত শিক্ষকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন সচিব।
এসময় তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, সাবলীন পাঠক শিক্ষার্থী গড়ে তুলতে আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মোঃ বদরুল হাসান বাবুল, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) জনাব সোহেল আহমেদ, শেরপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব ফেরদৌসী বেগম, শেরপুর পিটিআই এর সুপারিনটেনডেন্ট (অতিরিক্ত দায়িত্ব) জনাব মো. আজিজুল হক, জামালপুর পিটিআই এর সুপারিনটেনডেন্ট জনাব মো. সাজেদুল হক ও সংশ্লিষ্ট পিটিআই এর ইন্সট্রাক্টরবৃন্দ ছাড়াও এডিপিও জনাব মো. নূরুল আলম ভূইয়া ও মো. নূর আলম মির্ধাসহ অন্যরা উপস্থিত ছিলেন।