শেরপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে ২৫ ফেব্রুয়ারী শনিবার র্যালি- আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে কালেক্টরেট চত্ত্বরে সেবা সপ্তাহের বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন হুইপ আতিউর রহমান আতিক এমপি।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফের কালেক্টরেট চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক সভাকক্ষে জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হুইপ আতিউর রহমান আতিক এমপি, বিশেষ অতিথি পুলিশ সুপার রফিকুল হাসান গনি, অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম জিয়াউল ইসলাম, খামার বাড়ীর উপ-পরিচালক মো. আশরাফ উদ্দিন, প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার প্রমূখ বক্তব্য রাখেন।