শেরপুরের ৫টি উপজেলায় দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আজ ১৬ ফেব্রুয়ারী বুধবার দুপুর ১টায় শেরপুর সদর উপজেলা পরিষদে প্রাণীসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি ।
উদ্বোধন শেষে হুইপ আতিক স্টলগুলো পরিদর্শন করেন। এবার প্রদর্শনীতে ৫০টি স্টল স্থান পেয়েছে।
পরে জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশিদের সভাপতিত্ত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হুইপ আতিউর রহমান আতিক। প্রধান আলোচক ছিলেন জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোক্তদিরুল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হান্নান মিয়া, উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন রহমান অমি, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা পলাশ কান্তি দত্ত, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিন, ইউপি চেয়ারম্যান নাজমুন্নাহার, জেলা খামারি মালিক সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান পাপ্পু প্রমুখ।