শেরপুরে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী ফাউন্ডেশন থেকে প্রাপ্ত অর্থের চেক বিতরণ করা হয়েছে।
২৫ জুন রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে ১২ জন প্রাক্তন খেলোয়াড় ও সংগঠকদের মাঝে
এই চেক বিতরণ করা হয়।
জনপ্রতি ২৪ হাজার টাকা করে মোট ২ লাখ ৮৮ হাজার টাকার চেক বিতরণ করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সাহেলা আক্তার।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মুকতাদিরুল আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।