শেরপুরের শ্রীবর্দীতে বই চুরি মামলার আসামী ও দুর্নীতিবাজ ঘোনাপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কোহিনুর ফারজানার শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ নভেম্বর) দুপুরে জেলা শহরের ডিসি গেইট চত্বরে ঘুনাপাড়া গ্রামের এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচি পালন করে। আক্তার আলীর সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি মনিরুল ইসলাম লিটন, কুড়িকাহনীয়া ইউনিয়ন আওয়ামীলীগের মুনির হোসেন, গরজরিপা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইফুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ স্থানীয় অভিভবক এবং ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা এসময় বলেন, স্থানীয় বিএনপি’র সভাপতি মো. নজরুল ইসলাম সরকার বিরোধী নাশকতা মামলার আসামী হয়েও তিনি এবং তার ছোট ভাইয়ের স্ত্রী কহিনুর ফারজানার যোগসাজসে নানা দুর্নীতি করে যাচ্ছে। চলতি বছরের ৮ আগষ্ট ওই বিদ্যালয়ের বিনা মূল্যের বই রাতের আধারে চুরি করে বিক্রির সময় এলাকাবাসী ধরে পুলিশে দেয়। পরে ওই মামলায় প্রধান আসামী হন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোহিনুর ফারজানা। কিন্তু বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি পারিবারিক হওয়ায় বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষক তাদের নানা দুর্নীতি চালিয়ে যাচ্ছে। তাই শেরপুর জেলা প্রশাসনের কাছে অতিদ্রুত ওই দুর্নীতিবাজ বই চোর প্রধান শিক্ষকের অপসারণ ও বিচার এবং বিদ্যালয়ের পারিবারিক কমিটি ভেঙ্গে সচ্ছ কমিটি করার দাবী জানিয়ে এ মানববন্ধন করা হয়।