শেরপুরে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায় শিশুদের মধ্যে রঙিন জামা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ডিসি উদ্যানে শহরের বিভিন্ন এলাকার প্রায় অর্ধশত শিশুর মধ্যে এসব জামা বিতরণ করা হয়। শেরপুর বন্ধুসভার সদস্যরা নিজেদের টাকায় এসব জামা কিনে তা বিতরণ করেন।
এ সময় প্রথম আলোর শেরপুর প্রতিনিধি দেবাশীষ সাহা রায়, শেরপুর বন্ধুসভার সভাপতি সাইফুল ইসলাম সাইফ, সহসভাপতি রবিন সাহা, সাধারণ সম্পাদক মাশুকুর রহমান মিশুক, যুগ্ম সাধারণ সম্পাদক জয় সাহাসহ বন্ধুসভার সদস্যরা উপস্থিত ছিলেন।
নতুন জামা পেয়ে খুশি শহরের শেখহাটি এলাকার শিশু ফজলুর রহমান (১০) বলে, ‘আব্বা দিনমজুর। কোন রকমে আম্গর সংসার চলে। কোন সময় ঈদে নতুন জামা পাই নাই। এইবারই প্রথম নতুন জামা পাইলাম। আপনেগরে দেওয়া এই জামা পইরা ঈদের দিন বেড়ামু।’