শেরপুরে প্রথমবারের মত আনুষ্ঠানিকভাবে নারী রক্তদান সংস্থা নামে একটি রক্তদান স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে শহরের মাধবপুরস্থ সোনালী ব্যাংক সংলগগ্ন এক বাসার ছাদে এ সংস্থার কার্যক্রম শুরু করা হয়। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবারুণ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ।
একতা,সততা ও সেবা এ শ্লোগানকে ধারণ করে আগামী এক বছরের জন্য উপস্থিত সকলের সম্মতিতে পঞ্চমি দেব রুমাকে আহবায়কের দায়িত্ব প্রদান করা হয়।
এসময় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রায় অর্ধ শতাধিক মেয়ে শিক্ষার্থী উপস্থিত ছিল ।