শেরপুর সদরের ভাতশালা এলাকায় ছাগলে গাছ খাওয়ার জেরে প্রতিবেশীর দায়ের কোপে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সকালে সদর উপজেলার ভাতশালা এলাকার সাপমারী গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত সোহেল রানা (২৭) একই এলাকার বয়জুদ্দিনের ছেলে।
নিহতের জেঠাতো ভাই শেখ ফরিদ বলেন , গতকাল (সোমবার) বিকেলে তার ফুপাতো ভাই আজিজুলের একটি ছাগল প্রতিবেশী জাহিদুলের একটি গাছ খেয়ে ফেলে। এ ঘটনায় আজিজুল ও জাহিদুলের পরিবারের লোকদের কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। এলাকার লোকজন বিষয়টি নিয়ে কথা বলার পর রাতে এ ব্যপারে সুরাহা করে আমরা বাড়ীতে চলে যাই। পরে আজ সকালে আজিজুল বাড়ির বাইরে গেলে জাহিদুলের লোকজন তাকে আবার আক্রমণ করে। এসময় সোহেল রানা ও আমি আজিজুলকে বাঁচাতে এগিয়ে গেলে জাহিদুলের দায়ের কোপে দুজনই আহত হই।
স্থানীয়রা উদ্ধার করে আহতদের শেরপুর জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা সোহেলকে মৃত ঘোষণা করে।
শেরপুর সদর থানার ওসি (তদন্ত) বলেন, এই ঘটনায় দুজন আহত হয়ে হাসপাতালে আসলে সোহেল রানাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। তাদের অভিযোগের ভিত্তিতে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের ব্যবস্থা চলছে।