শেরপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের আঘাতে জয়নব বেগম(৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। আজ ভোর রাতে শেরপুর সদর উপজেলার রৌহা চরপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত জয়নব ওই গ্রামের লেবু মিয়ার স্ত্রী। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, দীর্ঘদিন যাবত প্রতিবেশি মকলেছ গংদের সাথে লেবু মিয়ার সন্তান গোলাম হকদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল । গতকাল এ বিষয়ে মামলা দায়ের হলে লেবু মিয়ার দুই সন্তানকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ।
সেই সুযোগে ওই মামলার বাদী পরে লোকজন লেবু মিয়ার বাড়ীতে রাতেই হামলা করলে এলোপাতাড়ি আঘাতে লেবু মিয়ার স্ত্রী বৃদ্ধা জয়নব ঘটনাস্থলেই নিহত হন। পরে পুলিশ আজ সকালে মরদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে এবং সেই সাথে আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান , ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।