আসন্ন শেরপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি’র প্রার্থী হিসেবে মনোনয়নের দাবীতে মতবিনিময় সভা করেছে জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক প্রভাষক মামুনুর রশিদ পলাশ। সোমবার (২ নভেম্বর) রাতে শহরের ৫নং ওয়ার্ডের খরমপুর মহল্লায় স্থানীয়দের সাথে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চাঁন।
এসময় স্থানীয় বিএনপি নেতা সামিউল ইসলাম আতাহার, মোখলেছুর রহমান জীবন, উজ্জল সরকার, নছিমুদ্দিন নছি, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, শফিকুল ইসলাম গোল্ডেনসহ স্থানীয় শ্রমিক দল, ছাত্র ও যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা জেলা বিএনপি’র কান্ডারিখ্যাত সাবেক সভাপতি প্রয়াত এডভোকেট সাইফুল ইসলাম কালামের উত্তরসূরি হিসেবে তার পুত্র মামুনুর রশিদ পলাশকে আসন্ন পৌর নির্বাচনে মেয়র হিসেবে মনোনয়ন দোয়ার জন্য জোর দাবী জানান।