স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় মাসিক সম্মানী ভাতা বাড়ানোসহ ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে শেরপুরে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন পৌর কাউন্সিলররা। এ উপলক্ষে বুধবার সকালে পৌরসভার গেটে এক মানববন্ধন ও পরিষদ মিলনায়তনে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। ওইসময় পৌর কাউন্সিলররা সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় তাদের মাসিক সম্মানী ‘ক’ শ্রেণির ক্ষেত্রে ৮ হাজার, ‘খ’ শ্রেণির ক্ষেত্রে ৭ হাজার ও ‘গ’ শ্রেণির ক্ষেত্রে ৬ হাজার টাকা ধার্য্য করার সিদ্ধান্তকে সিটি কর্পোরেশন ও জেলা পরিষদ সদস্য এবং উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যানদের মাসিক সম্মানীর তুলনায় বৈষম্যমূলক ও অসম্মানজনক বলে দাবি করেন। সেইসাথে তারা অবিলম্বে সেই বৈষম্যমূলক সিদ্ধান্ত পরিবর্তন করে তাদের সম্মানজনক মাসিক ভাতা বৃদ্ধি এবং বেতন-ভাতা সরকারের রাজস্ব তহবিল থেকে বিতরণসহ ৮ দফা দাবি তুলে ধরেন।
প্রেস ব্রিফিংয়ে পৌর কাউন্সিলরদের দাবির সাথে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। প্যানেল মেয়র-১ আতিউর রহমান মিতুলের সভাপতিত্বে প্রেস ব্রিফিংকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল মেয়র-২ তৌহিদুর রহমান বিদ্যুৎ, প্যানেল মেয়র-৩ হোসনে আরা নাজমা, কাউন্সিলর আমির হোসেন বাদশা, আব্দুল মালেক, হাবিবুর রহমান, মাহমুদা ইয়াসমীন ডলি প্রমুখ। ওইসময় পৌর সচিব আবু লায়েছ মোঃ বজলুল করিম, পৌর কর্মচারী সংসদের সভাপতি মোঃ মুসলিম উদ্দিন ও সাধারণ সম্পাদক রফিকুজ্জামান ঝন্টুও ওই দাবির সাথে সংহতি প্রকাশ করেন।