শেরপুরে পৌর কর্মচারী সংসদের নতুন কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ মার্চ বুধবার বিকেলে শেরপুর পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার প্যানেল মেয়র-১ মো. নজরুল ইসলাম।
পৌর কর্মচারী সংসদের বিদায়ী সভাপতি ফারুক আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শেরপুর পৌরসভার প্যানেল মেয়র-২ মো. কামাল হোসেন, পৌর সচিব আবু লায়েস মো. বজলুল করিম বাপ্পী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী দেওয়ান রেজাউল করিম, সহকারী প্রকৌশলী মো. খোরশেদুজ্জামান প্রমুখ।
পৌর কর্মচারী সংসদের বিদায়ী সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত সভাপতি রফিকুজ্জামান ঝন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর কর্মচারী সংসদের সাবেক সভাপতি মো. মোসলেম উদ্দিন, প্রধান নির্বাচন কমিশনার পৌরসভার প্রধান হিসাবরক্ষক মো. শেলীম আলম, প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল কাদির, ময়মনসিংহ বিভাগীয় পৌর কর্মচারী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক জমির উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে নবগঠিত নির্বাহী কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান পৌর প্যানেল মেয়র নজরুল ইসলাম। পরে বিদায়ী সভাপতি ফারুক আহম্মেদ নবাগত সভাপতি রফিকুজ্জামান ঝন্টুকে দায়িত্ব হস্তান্তর করেন। নবগঠিত কমিটি আগামী দিনে পৌর কর্মচারী সংসদকে আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, পৌর কর্মচারী সংসদের ৮টি পদের বিপরীতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ৭ পদের কর্মকর্তারাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। শুধু সভাপতি পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ৯ ভোটের ব্যবধানে পৌর কর্মচারী আব্দুস সাত্তারকে হারিয়ে রফিকুজ্জামান ঝন্টু সভাপতি নির্বাচিত হন।