সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা প্রদানের দাবিতে শেরপুরে এক ঘন্টা কর্মবিরতি পালন করেছে জেলার ৪ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ৩ জুলাই সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শেরপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালনসহ কার্যালয় চত্ত্বরে অবস্থান কর্মসূচী পালন করেন। ওইসময় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ও প্যানেল মেয়র-১ আতিউর রহমান মিতুল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম, জেলা পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সভাপতি আবু লায়েস মোঃ বজলুল করিম, সাধারন সম্পাদক মুসলিম উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কাদের, সহকারী প্রকৌশলী খোরশেদ আলম, হিসাবরক্ষক হাছান মাহমুদ সেলিম আলম, শেরপুর পৌর কর্মকর্তা-কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক রফিকুজ্জামান ঝন্টু, সহ-সভাপতি নুর-ই-আলম ”ঞ্চল প্রমুখ। একই সময় নালিতাবাড়ী, নকলা ও শ্রীবরদী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরাও স্ব-স্ব প্রতিষ্ঠানে অনুরূপ কর্মসূচী পালন করেন।
এদিকে জেলার ৪টি পৌরসভাতেই কর্মকর্তা-কর্মচারীদের এক ঘন্টার কর্মবিরতি পালনের কারণে সেবা নিতে আসা নাগরিকদের সাময়িক দুর্ভোগ পোহাতে হয়