পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা পেনশন ও অন্যান্য সুবিধা প্রদানের দাবীতে শেরপুর পৌরসভার কর্মকর্তা ও কর্মচারী সার্ভিস এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ৭২ ঘণ্টার কর্ম বিরতি শুরু হয়েছে।
বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল থেকে এই ৭২ ঘন্টার কর্মবিরতি শুরু হয়। কর্মবরিতি চলাকালে পৌরসভার আওতাধীন পানি সরবরাহ ব্যতিত সকল নাগরিক সেবা প্রদান বন্ধ রয়েছে।
এসময় বক্তারা বলেন, বিগত সময়ের কর্মসূচিতে সরকারের নিকট থেকে কোন সাড়া না পাওয়ায় এই কর্মসূচি চলছে। এর পরেও কোন স্থায়ী সিদ্ধান্ত না পেলে কেন্দ্রীয় কমিটির ঘোষনা মোতাবেক বৃহৎ কর্মসূচিতে অংশ নেয়ার ঘোষনা দেন।