শেরপুরে পুলিশ পরিচয়ে মোটরসাইকেলের গতিরোধ করে ব্রহ্মপুত্র সেতুর ইজারাদারের ব্যবসায়ী অংশীদার নূর হোসেনের (৬০) চোখে মরিচের গুড়া ছিটিয়ে ৩৫ লক্ষ টাকা ছিনতাই করেছে দুবর্ৃত্তরা।
রোববার (২১ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে শহরের মধ্যশেরী এলাকায় এ ঘটনা ঘটে। নূর হোসেন সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের সাতপাকিয়া গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে।
ভুক্তভোগি নূর হোসেন বলেন, শেরপুর-জামালপুর ব্রহ্মপুত্র সেতুর ইজারাদারের অংশীদার ব্যবসায়ী আমি। আজ আমাদের ইজারার কিস্তির তারিখ। এজন্য আমি ও আমার ভাতিজা লিটন রানা কিস্তির ৩৫লক্ষ টাকা নিয়ে জামালাপুরের ব্রহ্মপুত্র সেতুর টোল ঘর থেকে মোটরসাইকেলযোগে শেরপুরের ন্যাশনাল ব্যাংকে আসার জন্য রওনা হই।
এসময় শেরপুর শহরের মধ্যশেরী এলাকায় আসলে পঁাচজন আমাদের মোটরসাইকেলের গতিরোধ করে এবং পুলিশের পরিচয় দেয়। পরে তঁারা আমাদের মোটরসাইকেলে আমার ভাতিজা লিটনকে হ্যান্ডকাপ পড়িয়ে ফেলে।
আমি বঁাধা দিতে গেলে তঁারা আমার চোখে মরিচের গুড়া ছিটিয়ে ৩৫ লক্ষ টাকার ব্যাগ ছিনতাই করে দু’টি মোটরসাইকেলযোগে দ্রুত পালিয়ে যায়। এদিকে খবর পেয়ে পুলিশ সুপার নাহিদ হাসান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া বলেন, ছিনতাইয়ের সাথে জড়িতদের গ্রেফতারের জন্য মাঠে কাজ করেছে পুলিশ। এ ঘটনায় সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।