শেরপুর সদর উপজেলার ব্রহ্মপুত্র নদের পাড় সংলগ্ন সাতপাকিয়া নামক স্থানে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে ২১ মামলার আসামী আজাদ (২৮) ওরফে কালু ডাকাত নামে একজন নিহত হয়েছে।
ওই ঘটনায় এক এসআইসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছে। নিহত কালু সদর থানার চরপক্ষীমারী ইউনিয়নের মরাকান্দি খাসপাড়া গ্রামের মৃত মনতাজ আলীর ছেলে। কালু ডাকাতি ও মাদকসহ বিভিন্ন ধরণের ২১ টি মামলার আসামী।
পুলিশ জানায়, আজ ভোর রাত আড়াইটার দিকে শেরপুর সদর থানার পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সাতপাকিয়া গ্রামে মাদক উদ্ধারে অভিযান চালাতে চরপক্ষীমারী ইউনিয়নের সাতপাকিয়া নামক স্থানে পৌছলে সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা একদল সন্ত্রাসী পুলিশকে লক্ষ্যকরে গুলি ছুড়লে পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে আজাদ ওরফে কালু ডাকাত গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
এসময় সন্ত্রাসীদের আঘাতে এক এসআইসহ দুই পুলিশ সদস্য আহত হয়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করে। নিহত কালুর মরদেহ ময়না তদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।