শেরপুরে সাঁড়াশি অভিযান (ব্লক রেইড) চালিয়েছে পুলিশ। আজ শুক্রবার দুপুর থেকে নাগপাড়া সহ আশপাশের এলাকা ঘিরে এ অভিযান শুরু করা হয়। শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম অভিযানে নেতৃত্ব দিয়েছেন। এসময় তার সঙ্গে ছিলেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ) আলমগীর হোসেন ছাড়াও গোয়েন্দা শাখা (ডিবি) ও পুলিশ লাইনের সদস্যরা।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম বলেন, জঙ্গি, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে এই সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। এটি নিয়মিত অভিযানের একটি অংশ।
তিনি বলেন, ওই এলাকার চারপাশ ঘিরে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশী করা হয়। এজন্য সেখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। তবে কাউকে আটক কিংবা কোনো কিছু জব্দ করা হয়নি।
সেই সাথে আমরা আমাদের চলমান একটি সচেতনেতা মূলক কার্যক্রম ভাড়াটিয়ার হালনাগাত তথ্য জানার ক্ষেত্রেও বাড়ীর মালিক ও ভাড়াটিয়াদের সাথে আলোচনা করেছি।